১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে গলাকেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা জানাজানি হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই বাড়ির মালিক চর ছয়ানী গ্রামের সুলতান হাজীর ছেলে শাহ আলম। তিনি সৌদি আরবে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করতেন। সকালে গৃহপরিচারিকা এসে দেখেন বাড়ির গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও কেউ গেট খুলছিলেন না। পরে আশপাশের লোকজন এসে গেট খুলে ভেতরে ঢোকেন। এ সময় ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়।

আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম বলেন, এটি একটি জঘন্য এবং হৃদয়বিদারক ঘটনা। অবুঝ দুটি শিশুকে এবং একজন নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উন্মোচনসহ খুনিদের আইনের আওতায় দেখতে চাই এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম বলেন,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম এসেছেন এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ধার করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

 

Facebook Comments Box
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদনাকারীর তথ্য

Dipu

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে গলাকেটে হত্যা

আপডেট : ০৩:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা জানাজানি হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই বাড়ির মালিক চর ছয়ানী গ্রামের সুলতান হাজীর ছেলে শাহ আলম। তিনি সৌদি আরবে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করতেন। সকালে গৃহপরিচারিকা এসে দেখেন বাড়ির গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও কেউ গেট খুলছিলেন না। পরে আশপাশের লোকজন এসে গেট খুলে ভেতরে ঢোকেন। এ সময় ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়।

আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম বলেন, এটি একটি জঘন্য এবং হৃদয়বিদারক ঘটনা। অবুঝ দুটি শিশুকে এবং একজন নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উন্মোচনসহ খুনিদের আইনের আওতায় দেখতে চাই এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম বলেন,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম এসেছেন এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ধার করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

 

Facebook Comments Box