০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার    নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে  বাড়ীর জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা অভিযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এ নিয়ে লাপাং গ্রাম চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।

জানাযায়, লাপাং গ্রামের মনির হোসেন পিতা মৃত সিদ্দিকুর রহমান জোড় পূর্বক খোকন মিয়া গংদের বাড়ীতে জায়গা দাবি করে৷ এ নিয়ে থানায় অভিযোগ দায়ের  করা হয়। থানার পরামর্শ ক্রমে এডভোকেট হক সাহবের এর অফিসে কয়েকদফায় ২ পক্ষ সমাধানের জন্য সামাজিক ভাবে বসে সমাধানের চেষ্টা করে। আলমনগরের আমিন আনোয়ার হোসেন  দ্বারাও জমি মাপা হয়। এতে মনির হোসেন গং জায়গা পাবার আশায় যে অভিযোগ করে এখন উল্টো জায়গা দিতে হয় খোকন মিয়া গংদের।

গত ২০ অক্টোবর রোজ শুক্রবার জায়গা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল।  মনির হোসেনের ধারনা শুক্রবার যদি বসে জায়গার মীমাংসায় জায়গা দিতে হতে পারে বলে অভিযোগ করেন খোকন মিয়া এজন্য মনির হোসেন তার নাবালক মেয়েকে দিয়ে ধর্ষণের চেষ্টা করেছে বলে খোকন মিয়ার নামে অভিযোগ আনে।  মীমাংসার আগের দিন ১৯ অক্টোবর  বৃহস্পতি থানায় মামলা করে।

মামলার এজাহারে বলা হয় মাহমুদা আক্তার কে নাসিমা ও কল্পনা উদ্ধার করে।কিন্তু ঐ মেয়ের জবানবন্দিতে বলা হয় খোকন মিয়ার বউ উদ্ধার করে। মনির হোসেন বিভিন্ন লোকের মাধ্যমে  মোটা অংকের টাকা দাবি করেন না হয় জায়গার দাবি ছাড়তে হবে তবেই তিনি মামলা তুলে দিবেন বলেন বলে অভিযোগ করেন খোকন মিয়া।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মোঃ ফিরুজ মিয়া বলেন, ২০ অক্টোবর  এডভোকেট হক সাহেব এর অফিসে সালিশির মাধ্যমে আমরা জায়গা পাবো তাই এই ষড়যন্ত্র করা হয়৷এর পর ও আমার ভাই যদি অপরাধী হয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমিও বিচার চাই।

এ বিষয়ে খোকন মিয়া বলেন সমস্ত অভিযোগ মিথ্যা, বাড়ীর  জমি বিরোধের জেড়ে আমাকে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে শিশু নির্যাতন মামলার বাদী শাহেরা আক্তারের সাথে কথা বলতে মোবাইলে বার বার কল দিলেও  নাম্বার বন্ধ পাওয়া যায়।

 

Facebook Comments Box
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদনাকারীর তথ্য

Dipu

নবীনগরে জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

আপডেট : ০৬:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার    নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে  বাড়ীর জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা অভিযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এ নিয়ে লাপাং গ্রাম চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।

জানাযায়, লাপাং গ্রামের মনির হোসেন পিতা মৃত সিদ্দিকুর রহমান জোড় পূর্বক খোকন মিয়া গংদের বাড়ীতে জায়গা দাবি করে৷ এ নিয়ে থানায় অভিযোগ দায়ের  করা হয়। থানার পরামর্শ ক্রমে এডভোকেট হক সাহবের এর অফিসে কয়েকদফায় ২ পক্ষ সমাধানের জন্য সামাজিক ভাবে বসে সমাধানের চেষ্টা করে। আলমনগরের আমিন আনোয়ার হোসেন  দ্বারাও জমি মাপা হয়। এতে মনির হোসেন গং জায়গা পাবার আশায় যে অভিযোগ করে এখন উল্টো জায়গা দিতে হয় খোকন মিয়া গংদের।

গত ২০ অক্টোবর রোজ শুক্রবার জায়গা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল।  মনির হোসেনের ধারনা শুক্রবার যদি বসে জায়গার মীমাংসায় জায়গা দিতে হতে পারে বলে অভিযোগ করেন খোকন মিয়া এজন্য মনির হোসেন তার নাবালক মেয়েকে দিয়ে ধর্ষণের চেষ্টা করেছে বলে খোকন মিয়ার নামে অভিযোগ আনে।  মীমাংসার আগের দিন ১৯ অক্টোবর  বৃহস্পতি থানায় মামলা করে।

মামলার এজাহারে বলা হয় মাহমুদা আক্তার কে নাসিমা ও কল্পনা উদ্ধার করে।কিন্তু ঐ মেয়ের জবানবন্দিতে বলা হয় খোকন মিয়ার বউ উদ্ধার করে। মনির হোসেন বিভিন্ন লোকের মাধ্যমে  মোটা অংকের টাকা দাবি করেন না হয় জায়গার দাবি ছাড়তে হবে তবেই তিনি মামলা তুলে দিবেন বলেন বলে অভিযোগ করেন খোকন মিয়া।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মোঃ ফিরুজ মিয়া বলেন, ২০ অক্টোবর  এডভোকেট হক সাহেব এর অফিসে সালিশির মাধ্যমে আমরা জায়গা পাবো তাই এই ষড়যন্ত্র করা হয়৷এর পর ও আমার ভাই যদি অপরাধী হয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমিও বিচার চাই।

এ বিষয়ে খোকন মিয়া বলেন সমস্ত অভিযোগ মিথ্যা, বাড়ীর  জমি বিরোধের জেড়ে আমাকে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে শিশু নির্যাতন মামলার বাদী শাহেরা আক্তারের সাথে কথা বলতে মোবাইলে বার বার কল দিলেও  নাম্বার বন্ধ পাওয়া যায়।

 

Facebook Comments Box